বিনোদন ব্রেকিং নিউজ

চারদিনে করোনা মুক্ত দেব

পৃথিবীর যে কোন প্রান্তে যে কোন জায়গায় যে কোনো কোনায় করোনা ভাইরাস বিরাজমান। এই কথাটাই এখন সর্বৈব সত্য হয়ে উঠেছে। করোনার থাবা থেকে রেহাই নেই কারও। একের পর এক সংক্রমিত হচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি সব মহলেই করোনা উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে দেবের অনুরাগীদের জন্য সুখবর। কারণ, করোনামুক্ত হলেন তিনি। রবিবার টুইট করে এই খবরটি জানান দেব নিজেই।

গত ৫ জানুয়ারি করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন দেব। সকলকে সাবধানে থাকার বার্তাও দেন তিনি। এই সময় জনসভা, মেলা, জমায়েত করার বিরুদ্ধে মতামতও দেন টুইটে। রুক্মিণীও করোনায় আক্রান্ত। রবিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। কেক, কফি, চকলেটের ইমোজি ব্যবহার করে লেখেন ‘কোয়ারেন্টাইন ক্রেভিং’। ওই পোস্টে কমেন্ট করেন দেব। তিনি লেখেন, “কোয়ারেন্টাইনে একমাত্র তোমাকে এত সুন্দর দেখতে লাগে।”

নতুন বছরে মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা ও তার নতুন স্ট্রেন ওমিক্রন। করোনা ক্রমশ জাল বিস্তার করেই চলেছে। ইতিমধ্যেই মারণ ভাইরাসে কবলে পড়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, সোহম চক্রবর্তী, বনি সেনগুপ্ত, শ্রীলেখা মিত্র সহ টলিউডের একঝাঁক তারকা। পাশাপাশি বলিউডেও সমানে বাড়ছে আক্রান্তের সংখ্যা।