জেলা ব্রেকিং নিউজ

স্বার্থে কাউকে নিয়ে খারাপ মন্তব্য করব না: দেব

দেবকে নিয়ে হিরনের বিতর্কিত মন্তব্য ঝড়ের মাঝে ঘাটালে মঙ্গলবার হাজির হলেন তৃণমূলের ঘাটালের সংসদ দীপক অধিকারী তথা দেব। বেশ কয়েকটি বৈঠক ও পরিদর্শন নিয়ে জেলা প্রশাসনের মাঝে হাজির হয়েছিলেন তিনি। বৈঠকের পরে সাংবাদিকদের সামনে তিনি জানিয়ে দেন-” রাজনীতির স্বার্থে কাউকে নিয়ে খারাপ মন্তব্য করব না, হিরনেরও ওটা বোঝা উচিত।”

গত বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে একটি জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেবের উদ্দেশ্যে একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরন চট্টোপাধ্যায়। দেবের সম্বন্ধে মন্তব্য করেছিলেন -” এখানকার সাংসদ ভোটের সময় আসেন ভোট শেষ হলে কলকাতার ফ্ল্যাটে চলে যান। ঘাটালের মানুষ এখানে বন্যায় ডুবছে আর নেতা ভোটে জিতে গার্লফ্রেন্ডকে নিয়ে মালদ্বীপে সুইমিং করছে। গরু চোর এনামুল এর কাছ থেকে টাকা নিয়ে সিনেমা বানাচ্ছে আর নায়িকাদের সঙ্গে নাচ গান করছে।”

এই মন্তব্য নিয়ে শুরু হয় তীব্র রাজনৈতিক চাপানো উতোর। এর মাঝেই মঙ্গলবার ঘাটাল শহরে কর্মসূচি নিয়ে দেব হাজির হচ্ছেন জেনে বিজেপি মঙ্গলবার সকাল থেকে পোস্টারিং শুরু করে এলাকা জুড়ে। বিজেপির পক্ষ থেকে পোস্টারিং করা হয় হিরনের খোঁচা পেয়ে তবে দেব আসছে ঘাটালে। স্থানীয় বিজেপি নেতারা দাবি করেন-” আমাদের বিজেপি বিধায়ককে ধন্যবাদ। তিনি ঘাটালবাসীর কথা মনে করিয়ে দিয়েছেন দেবকে। তাই আজকে ছুটে আসছেন।”

এদিন দেব বলেন-” হিরন আমার ভালো বন্ধু। আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। এনামুলকে আমি চিনিই না। সে বিষয়ে আমাকে কেউ তদন্তকারীরাও সেভাবে জিজ্ঞাসাও করেনি। এগুলো সব ভিত্তিহীন।” প্রশাসনিক বৈঠকের পর ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনের কর্মসূচি নিয়ে বেরিয়ে যান দেব।