রাজ্য লিড নিউজ

‘আরও বেশি করে কাজ করব মানুষের জন্য’: মমতা

শহর কলকাতা জুরে সবুজ ঝড়। পুরসভার ভোটে প্রত্যাশামতোই বিপুল ভোটে জিতেছেন তৃণমূলের প্রার্থীরা। ফের নতুন পুরবোর্ড গড়বে শাসক শিবির। হেভিওয়েট প্রার্থীরা জিততেই উচ্ছ্বাসে মাতলেন দলীয় সমর্থকরা। দলীয় পতাকা, সবুজ আবির, ফুল-মালা নিয়ে শুরু হয়ে যায় বিজয়োৎসব। এরপর দুপুরে কামাখ্যার উদ্দেশে রওনা হওয়ার আগে বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, ”কলকাতার নাগরিকবৃন্দ যেভাবে ভোটে আমাদের সমর্থন করেছেন, মা-মাটি-মানুষকে, আমার ভাই- বোনেদের প্রণাম, অভিনন্দন, সালাম জানাই।”

মানুষের জন্য আরও বেশি করে কাজ করার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন কলকাতায় সম্পূর্ণ উৎসবের মেজাজে ভোট হয়েছে। যার এই ভোটে বিজেপি-সহ সব বিরোধীদের কার্যত ধরাশায়ী করেছে তৃণমূল কংগ্রেস। মমতার বলেন, “বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা! কংগ্রেস এদের দুজনের মাঝে পড়ে স্যান্ডউইচ।”

তিনি আরও বলেন, “কলকাতা আমাদের গর্ব। বাংলা আমাদের গর্ব। কলকাতা এবং বাংলাই সারা দেশকে পথ দেখিয়ে গর্বের দিকে নিয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি।” তিনি বলেন, ”নিশ্চয়ই এটা জাতীয় রাজনীতির জন্যও বড় জয়। কারণ, অন্যান্য সর্বভারতীয় দলও এই ভোটে আমাদের সঙ্গে প্রতিযোগিতায় শামিল হয়েছিল। ওরা একসঙ্গে লড়েছে। বিজেপি, কংগ্রেস এবং সিপিএম প্রত্যেকে লড়লেও মানুষ ওদের হারিয়ে দিয়েছে। এটাই মানুষের রায়। এটা উন্নয়নের কাজ করার জন্য, মানুষের কাজ করার জন্য আমাদের সাহায্য করবে। আমরা আরও বেশি বেশি করে কাজ করব মানুষের জন্য।”

আগামী ২৩ তারিখ মেয়র পদে শপথ হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন মহারাষ্ট্র নিবাসে জয়ী প্রার্থীদের নিয়ে আলোচনার পর মেয়রের নাম চূড়ান্ত করা হবে। এদিন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম। সেখানে তিনজনের গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকের পর অসমের উদ্দেশ্যে রওনা দেন মমতা। সেখানে কামাখ্যা মন্দির দর্শন করবেন মুখ্যমন্ত্রী।