বিনোদন

জঙ্গলমহলে ভোট প্রচারে দেব

”খেলা হবে আর খেলা শেষ হবে” এই দুই শ্লোগানে ভর করেই অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব বাঁকুড়ার জঙ্গলমহলে ভোট প্রচার সারলেন। শুক্রবার বাঁকুড়ার রানীবাঁধে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোৎস্না মান্ডীর সমর্থনে জনসভা করেন দেব।

এই জনসভায় বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, ”আজ খেলা চলছে ধর্ম নিয়ে। কে হিন্দু কে মুসলিম, তা নিয়ে ভোট ভাগ করা হচ্ছে। আমাদের দল ধর্ম নিয়ে রাজনীতি করে না। আমাদের দল মানুষকে শান্তিতে রাখার রাজনীতি করে। আমাদের দলে ধর্মের কোনো স্থান নেই। মানুষের উন্নয়নের জন্য আমাদের দল রাজনীতি করে।”

এদিন দেব আরও বলেন, ”এখন খেলা হবে আর খেলা শেষ হবে এই নিয়ে রাজনীতি চলছে। আমি বুঝতে পারছি না কারণ আমি একদমই রাজনীতির বাইরে। আমার মনে হয় যাঁরা মানুষকে ভালোবাসবে,ভালো রাখবে, তাঁদের উন্নয়নের পথে নিয়ে যাবে তাঁদেরই খেলা হবে। আর যাঁরা ভোট নেবে বলে ধর্ম নিয়ে রাজনীতি করে ও হিন্দু-মুসলিম ভাগ করে তাঁদের খেলা শেষ হবে।”