‘আলাদা জঙ্গলমহল রাজ্য চাই। কেন্দ্রের কাছে দাবি জানাব।’ জঙ্গলমহলকে আলাদা রাজ্য তৈরির দাবি জানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। রবিবারই বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন অর্জুন সিং। তার রেশ কাটতে না কাটতেই এবার জঙ্গলমহল রাজ্যের দাবিতে সরব হলেন সৌমিত্র খাঁ। তাঁর অভিযোগ, ‘রাঢ়বঙ্গ বঞ্চিত হচ্ছে। রাঢ়বঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছেন। মানুষকে পরিষেবা দিতে এবার রাঢ়বঙ্গ এবং জঙ্গলমহল মিলিয়ে পৃথক রাজ্য চাই।’ সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বাংলা ভাগের দাবি তুললেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।
উল্লেখ্য, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের জঙ্গল সংলগ্ন এলাকা নিয়ে জঙ্গলমহল। রাজ্য ভেঙে পৃথক রাজ্যের দাবি এই প্রথম নয়। এর আগেও রাঢ়বঙ্গকে পৃথক রাজ্য তৈরির দাবি জানিয়েছিলেন সৌমিত্র খাঁ। শাসকদের মতে, বাম আমলের তুলনায় তৃণমূলের জামানায় জঙ্গলমহলের মানুষদের জীবনযাত্রা উন্নত হয়েছে, কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। তবে, জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তের মানুষের চোখে-মুখে কিন্তু সে কথা প্রকাশ পায় না। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং আসানসোল জেলার স্থানীয় মানুষেরা দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতিতে, মানুষের স্বার্থেই জঙ্গলমহলকে আলাদা রাজ্য করা প্রয়োজন মনে করছেন বিজেপি সাংসদ। রাজ্যে ২৩ টি জেলা ভেঙে যদি ৪৬ টি জেলা করার পরিকল্পনা করা হয়, তাহলে আলাদা জঙ্গলমহল রাজ্য চাইবো না কেন ? প্রশ্ন ছুঁড়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।