বিনোদন

‘কুৎসিত বলা হয়েছিল আমাকে’

মাত্র ১২ বছর বয়সে গায়ের রং নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল শাহরুখ কন্যা সুহানাকে। গায়ের রংয়ের জন্য ‘কুৎসিত’ বলে আক্রমণ করা হয়েছিল তাকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এবার বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে সরব হলেন সুহানা খান।

সাহানা বলেন, গায়ের রঙের কারণে যদি কাউকে কটাক্ষের মুখে পড়তে হয়, তাহলে সেটা দুঃখজনক। তার মতো এমন অনেকেই রয়েছেন, যাদের গায়ের রং বাদামি। তাই ওই রং নিয়ে তাকে কটাক্ষ করার বা সমালোচনা করার কোনো কারণ নেই। পাশাপাশি কারো গায়ের রং অন্যরকম হলে, তাকে ‘কালা’ বা ‘কালি’ বলে ডাকা বন্ধ করুন বলেও মন্তব্য করেন সুহানা।

সম্প্রতি ‘গ্রে পার্ট অফ ব্লু’ নামে একটি শর্ট ফিল্মে অভিনয় করতে দেখা যায় সুহানাকে। পড়াশোনার পাশাপাশি একটি ম্যাগাজিনের ফটোশ্যুটও করেছেন তিনি। তবে বলিউডে কবে থেকে পাকাপাকিভাবে আসছেন, সে বিষয়ে এখনো কিছু স্পষ্টভাবে জানা যায়নি।