রাজ্য লিড নিউজ

রাজনীতি করি না, মানুষের নীতি করি, তাই মানুষের কথা শুনতে হবে : মিঠুন

‘আমি রাজনীতির লোক নই, রাজনীতি করি না। আমি মানুষের নীতি করি, তাই মানুষের কথা শুনতে হবে।’ বাঁকুড়ার মেজিয়ার সভামঞ্চে দাঁড়িয়ে এমনটাই বলেন মিঠুন চক্রবর্তী। এমনকী কোনও রাজনৈতিক প্রচারের জন্য বাঁকুড়ায় আসেননি বলেও জানিয়েছেন তিনি। যদিও এদিন তাঁকে খুব বেশি বক্তব্য রাখতে দেখা যায়নি। তবে সভামঞ্চ থেকে উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের অভাব অভিযোগও শোনেন।

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে। আর তার জন্য এখন থেকেই জোরদার প্রচারে নেমেছে বিজেপি। তাই পদ্মশিবিরকে চাঙ্গা করতে ফের রাজ্যে পা রেখেছেন মিঠুন চক্রবর্তী। যদিও কলকাতা বিমানবন্দরে পা রেখে মিঠুন জানান, দলের সভাপতির নির্দেশেই এসেছেন তিনি। জানা গিয়েছে, ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার করবেন মিঠুন। এমনকী অনুব্রতর গড় বোলপুরেও প্রচার করবেন তিনি।

২৪ তারিখ বাঁকুড়ায় প্রচার সভা ছিল তাঁর। এদিন বাঁকুড়ার গঙ্গাজলঘাটির দুর্লভপুরে একটি বেসরকারি লজে সাংগঠনিক বৈঠকও করেন তিনি। সূত্রের খবর, এদিনের বৈঠকের শেষে তিনি বিধায়ক চন্দনা বাউরির বাড়িতে মধ্যাহ্নভোজন করেন। সেখান থেকে বিকেলে মেজিয়ায় কর্মী সম্মেলনে যোগদান করেন। মিঠুনকে সামনে পেয়ে স্বাভাবিকভাবে উৎসাহিত কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ। কার্যত কর্মীদের মনোবল চাঙ্গা করতে জেলায় জেলায় সাংগঠনিক সভা করবেন মিঠুন চক্রবর্তী।

পুরুলিয়া দিয়েই তিনি দলীয় প্রচার শুরু করেন মিঠুন চক্রবর্তী। আর বীরভূম দিয়ে প্রচার শেষ করবেন বলেই জানা গিয়েছে। টানা পাঁচ দিন ধরে বাংলার পাঁচ জেলায় ঘুরবেন তিনি।