করোনা পরিস্থিতি উদ্বেগজনক তবে এখনই স্কুল-কলেজ বন্ধ করার কথা বলিনি। পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যের ওমিক্রন-পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠকে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সামনে বর্ষবরণ, পরিস্থিতির ওপর নজর রাখছি। করোনা সংক্রমণ বেড়েছে, কোভিড বিধি মেনে চলার অনুরোধ করছি। ওমিক্রন আক্রান্তরা ব্রিটেন থেকে বেশি আসছেন। কলকাতায় সংক্রমণ বাড়ছে, কারণ বিদেশ থেকে বহু মানুষ আসছেন।”
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘করোনার জন্য অর্থনীতি স্তব্ধ হয়ে গিয়েছিল। আবার নতুন করে সব কিছু বন্ধের পথে গেলে সাধারণ মানুষের উপর চাপ তৈরি হবে। পরিস্থিতি পর্যালোচনা করে তবেই এ ব্যাপারে সিন্ধান্ত নেওয়া হবে।’’ কেন পর্যালোচনা প্রয়োজন তা ব্যাখা করে তিনি বলেন, ‘‘কোভিড তো প্রায় ছ’মাস-আট মাস ছিল না। তাই অনেক জায়গায় কোভিড হাসপাতালগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। সার্বিক ভাবে পরিস্থিতি পর্যালোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে।’’
লোকাল ট্রেন এবং স্কুল-কলেজ বন্ধ নিয়ে সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বলেও জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, এক্ষেত্রেও পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার, গঙ্গাসাগর সফরের দ্বিতীয় দিনে প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে করোনা পরিস্থিতি নিয়েও আলোচনায় রাজ্যের করোনার গ্রাফ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে শিক্ষা সচিবকে তিনি বলেন, সংক্রমণ বাড়লে ফের স্কুল-কলেজ বন্ধ রাখতে হবে। পরিস্থিতি পর্যালোচনা করতে শিক্ষা সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে জানান, “প্রয়োজনে ৫০% ওয়ার্ক ফ্রম হোম। ৩ জানুয়ারি থেকে কোভিড বিধি পর্যালোচনা করতে হবে। প্রয়োজনে ৩ জানুয়ারি থেকে কলকাতায় কনটেনমেন্ট জোন। প্রয়োজনে কলকাতায় ওয়ার্ড ভিত্তিক কনটেনমেন্ট জোন। করোনা বাড়ছে, ওমিক্রন বেশি করে ছড়াচ্ছে। যাবতীয় সতর্কতা মানতে হবে, কোভিড বিধি পালন করতে হবে।’’