সংযুক্তা মোর্চা মনোনীত CP(I)M প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে শনিবার ভোট প্রচারে গেলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শ্রীলেখা মিত্র এদিন বালি বিধানসভা কেন্দ্রের বাদামতলা এলাকায় টোটোয় চড়ে এবং পায়ে হেঁটে ভোট প্রচার করেন।
শ্রীলেখা মিত্রের ভাষায়, ”ফুলতো মরসুমে ফেটে, তবে কাস্তে হাতুড়ি তারা থাকে সারা বছর। আমি আশাবাদী হাল ফেরাতে মানুষ এবার সংযুক্ত মোর্চা মনোনীত প্রার্থীদেরই ভোট দেবেন।” একইসঙ্গে তিনি বলেন ”দীপ্সিতার মত তরুণ প্রজন্মের মানুষরাই পারবে হাল ফেরাতে। কারণ তাঁদের শিরদাঁড়া এখন সোজা। যে গিমিক, ভাঁওতাবাজি চলছে, তার একমাত্র বিকল্প সংযুক্ত মোর্চার প্রার্থীরা। মানুষ এখন তা বুঝতে পারছেন।”
শ্রীলেখা আরও বলেন, ”আমাদের মতো অনেকেই আছেন, যাঁরা এখনও টাকার লোভে বিক্রি হয়ে যায়নি। আমাকেও নানান প্রলোভন দেওয়া হয়েছিল। মাথা উুঁচু করে বাঁচতে গেলে কিছু দাম তো দিতেই হবে। তাই আমার মন যাতে সায় দিয়েছে, সেই কাজই করছি। নিজেকে বিকিয়ে দিইনি।”