রাজ্য লিড নিউজ

আমি তোমাদেরই লোক: অভিষেক

জনসংযোগ যাত্রার শুরুতেই কোচবিহারের দিনহাটা থেকে বিরোধী দলগুলিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “মন্ত্রীর সঙ্গে দিল্লিতে দেখা করতে গেলাম। উনি দফতরে থেকেও দেখা করেন নি। কিন্তু আমরা এর শেষ দেখে ছাড়ব। আপনার টাকা কেন্দ্র সরকার ছাড়তে বাধ্য। কোনও মন্ত্রীর ক্ষমতা নেই টাকা আটকে রাখার। রাস্তা, বাড়ি, জল এই ইস্যু নিয়ে ভোট হবে। নিজের পঞ্চায়েত নিজেকেই গড়তে হবে।”

অভিষেক বলেন, “১০০ দিনের কাজের টাকা যেন বাংলা পায় সেটা নিশ্চিত করতে হবে। যাঁরা ২০১৯ সালে এখানে বিজেপিকে ভোট দিয়েছিলেন তাঁরা ১০০ দিনের কাজ, রাস্তা দেখে ভোট দিয়েছিলেন? মোদির ৫৬ ইঞ্চি দেখে ভোট দিয়েছিলেন। আগামী দিনে ভোট দেবেন জল, কল দেখে। আপনার প্রার্থী হবে, আপনার পাহাড়াদার। ৬০ দিন ছেড়ে দিন, রাস্তায় আমাদের মতো তাবু খাটিয়ে ৬ দিন থাকুন, তারপর বুঝব।”

এরপর তাঁবু থেকে বেরিয়ে প্রায় ১ কিলোমিটার রাস্তা হেঁটে ঘোরেন অভিষেক। হাসি মুখে সাধারণ মানুষের আবদান মেটান। শোনের অভাব-অভিযোগ। অনেকে তাঁর কাছে আবাস যোজনার টাকা না পাওয়ার অভিযোগ জানিয়েছেন। এমনই এক পরিবারকে অভিষেকের আশ্বাস, চিন্তা করবেন না। দিদি আছেন, দিদি করে দেবেন। তবে কেন্দ্রের বঞ্চনার কথাও তুলে ধরেছেন। এরপর স্থানীয় মাধাইখাল কালী বাড়ি পরিদর্শন করেন। পুজোও দেন। সবমিলিয়ে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির শুরুতেই অভিষেক বুঝিয়ে দিলেন, ‘আমি তোমাদেরই লোক।’