রাজ্য লিড নিউজ

‘আমি নির্দোষ’ দাবি জ্যোতিপ্রিয়র

সোমবার  ব্যাঙ্কশাল কোর্টে ঢোকার মুখে জ্যোতিপ্রিয়কে চিৎকার করে বলতে শোনা গেল,’আমি মুক্ত, আমি নির্দোষ। ইডি বুঝতে পেরেছে আমি দোষী নই।’দুদিন আগেই কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি বলেছিলেন,, ৬ তারিখ নিজেকে নির্দোষ প্রমাণ করবেন। মুক্ত হবেন তিনি। তাঁকে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ তুলেছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী।

এদিন আদালতে ইডি মন্ত্রীকে আরও সাতদিন নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছে। এখন দেখার আদালত কী রায় দেয়।

এদিকে, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে পাওয়া মেরুন ডায়েরি থেকে একের পর এক তথ্য উঠে আসছে। এছাড়া তিনটি নোটবুকও তদন্তকারী সংস্থার অফিসারদের হাতে এসেছে বলে সূত্রের খবর। কার্যত সেকারণেই এবার রেশন দুর্নীতি মামলায় ফের ইডির অফিসে তলব করা হল বনমন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ককে। সূত্রের খবর, আগামী সোমবার তাঁকে ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। মেরুন ডায়েরির লেনদেন সংক্রান্ত যাবতীয় নথি ইডির অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যে মেরুন ডায়েরিটি উদ্ধার হয়েছে তাতে লেখা আছে ‘বালুদা’র নাম। সেখানে তারিখ ধরে ধরে কোন দিন কার থেকে কত টাকা এসেছে, সেই টাকা কোথায় জমা রাখা হয়েছে, সেই সংক্রান্ত হিসেব লেখা রয়েছে। এছাড়া আর্থিক হিসেব সংক্রান্ত তিনটি নোটবুকও পাওয়া গিয়েছে বলে সূত্রের দাবি। যদিও মন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাস নোটবুকের বিষয়ে কিছুই জানেন না বলেই এর আগে সংবাদমাধ্যমে দাবি করেছেন।