করোনাভাইরাস আক্রান্তের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু কথা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। গত ২৫ মে হাইড্রক্সসিক্লোরোকুইনের ট্রায়াল বাতিল করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ল্যান্সেট মেডিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছিল হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগের ফলে করোনা আক্রান্তদের মৃত্যুর ঝুঁকি বাড়ছে। কিন্তু এবার ফের হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়াল চালানোর নির্দেশ দিল হু।
ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে হু প্রধান টেড্রোস অ্যাডহ্যানোম গ্যাব্রিয়েসাস বলেন, ‘প্রাপ্ত মৃত্যুর তথ্যের ভিত্তিতে কার্যনির্বাহী গোষ্ঠী হাইড্রক্সিক্লোরোকুইনের বিষয়টি পুনরায় বিবেচনা করবে। হাইড্রক্সিক্লোরোকুইন না ব্যবহার করার কারণ নেই।’ বিশ্বের বিভিন্ন দেশ কোভিড–১৯ চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে। তবে একাধিক বিশেষজ্ঞের মতে, করোনাভাইরাসের চিকিৎসায় এটা এমন কোনও বিস্ময়কর ওষুধই নয়। তাঁরা দাবি করছেন, এই ওষুধ যে কোভিড-১৯ চিকিৎসায় কার্যকরী তার কোনও বৈজ্ঞানিক প্রমাণ এখনও মেলেনি।
হু–এর প্রধান ধোঁয়াশা পরিষ্কার করে জানান, যে পর্যালোচক দল যখন ওষুধের তথ্য নিয়ে পর্যবেক্ষণ করছিল, তখন ট্রায়াল বন্ধ রাখতে বলা হয়েছিল। তথ্য মেলার পর ট্রায়াল বন্ধ রাখার কোনও কারণ মেলেনি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ দাবি করে, কোভিড–১৯ রোগীর উপর হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগ নিয়মিত চালিয়ে যাওয়া হবে। আইসিএমআর জানায়, আমরা জানি না কোন ওষুধটা কাজ করবে আর কোনটা করবে না। কোভিড–১৯ রোগীর চিকিৎসার জন্য একের পর এক অসংখ্য ওষুধ ব্যবহার করা হয়েছে।