ব্রেকিং নিউজ রাজ্য

স্ত্রীকে লক্ষ্য করে গুলি স্বামীর

ব্যারাকপুর মহকুমার বরানগর একে মুখার্জি রোডে বৃহস্পতিবার রাতে দুই রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠল।স্বামী–স্ত্রীর পারিবারিক অশান্তির জেরে এক সপ্তাহ আগে অর্থাৎ গত শুক্রবার দিনই স্ত্রী পামেলা মিস্ত্রি এ.কে.মুখার্জি রোডের বাপের বাড়িতে চলে আসেন। বৃহস্পতিবার রাতে পামেলার স্বামী বাপি মিস্ত্রি(৩৩) পেশায় গাড়িচালক স্ত্রীর খোঁজে বাপের বাড়িতে আসেন। সেখানে গিয়েও ফের বাপির সঙ্গে পামেলার ঝগড়াঝাঁটি ও অশান্তি সৃষ্টি হয়।

এরপর পামেলার বাপের বাড়ির মধ্যস্থতায় বাপি নিজের বাড়িতে চলে যায়। ফের রাত সাড়ে ১০টা নাগাদ আবার মোটরবাইকে করে বাপি মিস্ত্রি আসে পামেলার বাপের বাড়িতে। প্রথমে সে চিৎকার চেঁচামেচি করে হুমকি দিতে থাকে এবং তার নিজের মোবাইলটি আছাড় মেরে ভেঙে ফেলে। ওই শব্দে স্ত্রী পামেলা ঘরের দরজা খোলা মাত্রই তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।

পরিবারের সদস্যদের অভিযোগ, বাপি একটি গুলি চালায়। গুলির আওয়াজ শুনে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসেন এবং বাপিকে ঘিরে ফেলে। এলাকার লোকজন জড়ো হয়ে যাওয়ার ফলে বেগতিক দেখে বাপি এলাকার মানুষদের গুলি করে দেবে বলে হুমকি দিতে দিতে বাইক রেখে সে চম্পট দেয়। কিন্তু বাড়িওয়ালা অভিযোগ জানায় বাপি পরপর দুই রাউন্ড গুলি চালায়।

প্রথমে তার স্ত্রীকে লক্ষ করে এক রাউন্ড গুলি ছোড়ে পরে এলাকার লোকজন যখন তাকে ধরতে যায় সেই সময় আবার গুলি চালায়। তার পর বাইক ফেলে রেখেই চম্পট দেয় বাপি। এই ঘটনায় বরানগর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে বাপির স্ত্রী পামেলা মিস্ত্রি। যদিও ভোর রাতে অভিযুক্ত বাপিকে অস্ত্র আইনে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ। আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হয়।