ব্রেকিং নিউজ রাজ্য

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কবে?

তীব্র দাবদাহের অবসান ঘটিয়ে রাজ্যে বিক্ষিপ্ত ভাবে শুরু হয়েছে বৃষ্টি। তাপমাত্রা কমেছে। স্বস্তি পেয়েছে রাজ্যবাসী। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্টি হতে চলেছে নিম্নচাপ, যা পরে শক্তি বাড়ালে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এই ঝড়ের নামকরণ হবে ‘অশনি’।

পরিস্থিতি তেমন হলেই সতর্কবার্তা জারি করা হবে। জানিয়েছেন আধিকারিকরা। তবে আগামী বুধবার পর্যন্ত বজ্রগর্ভ মেঘ থেকে রাজ্যজুড়ে কালবৈশাখীর ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর-মধ্য ভারত-সহ দেশজুড়ে যে তাপপ্রবাহ পরিস্থিতি চলছিল সেটা আপাতত থাকছে না। গরম কমবে। বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় উত্তর, দক্ষিণ, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ আন্দামান সাগরে বুধবার নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেটি নিম্নচাপে পরিণত হবে শুক্রবার। এটির জেরে আপাতত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য সতর্কবার্তা জারি করেছে দপ্তর। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি ও ঘণ্টায় ৫০-৭০ কিমি গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপ সৃষ্টির সময় অনুকূল পরিস্থিতিগুলি কেমন থাকছে, দেখে নিতে চাইছেন আবহাওয়াবিদরা। অনেক সময় অনুকূল পরিস্থিতি না-থাকলে নিম্নচাপ সমুদ্রের মধ্যে শক্তি হারাতে শুরু করে। নিম্নচাপ শক্তি বৃদ্ধির পর কোন অভিমুখে এগবে সেটাও একটা বড় বিষয়। এই শক্তিশালী নিম্নচাপ ঘূর্ণিঝড়ে তৈরি হলে সেটি ওড়িশা, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসতে পারে বলে মনে করছেন আবহবিদরা।