মুখ্যমন্ত্রীর কথা মেনেই নবান্নে বৈঠকে যাবেন জুনিয়র চিকিৎসকেরা। তবে অনশন থাকবে বহাল। রবিবার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জিবি মিটিংয়ে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েই এই সিদ্ধান্তের কথা জানান জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর থেকে চলছে জুনিয়র চিকিৎসকদের ধর্মতলায় অনশন। শনিবার সেই অনশন প্রত্যাহারের আর্জিতে ধর্মতলায় গিয়েছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়। সেখানে মুখ্য সচিব মারফত ফোনালাপ হয় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর। তাঁদের প্রতিটি দাবি একে একে শোনেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপরই মুখ্য সচিব ইমেলে জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী সোমবার বৈঠক করতে চান জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। নবান্নে সেই বৈঠকে যেতে পারবেন জুনিয়র চিকিৎসকদের দশ জন প্রতিনিধি। তাঁদের নাম ইমেল মারফত জানিয়ে দিতে বলেছিলেন মনোজ পন্থ।
রবিবার এই নিয়েই এনআরএসে জেনারেল বডির মিটিং করেন জুনিয়র চিকিৎসকেরা। যে মিটিং থেকে বেরিয়েই আন্দোলনের অন্যতম মুখ দেবাশিষ হালদার সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের দশ দফা দাবি মানতে হবে সরকারকে যার মধ্যে স্বাস্থ্য সচিবের অপসারণ অন্যতম দাবি। তবেই অনশন প্রত্যাহার করবে তাঁরা। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কি সিদ্ধান্ত হয় জুনিয়র ডাক্তারদের সেদিকেই নজর সকলের।