ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ও একাধিক যাত্রীমৃত্যু। রবিবার অন্ধ্রপ্রদেশের বিজিয়ানগরম জেলায় দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ফলে অন্ততপক্ষে ৮ যাত্রী নিহত এবং ১০০ জনেরও বেশি আহতের খবর পাওয়া গিয়েছে। যদিও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে দাবি করছে অসমর্থিত সূত্র।
রেলসূত্রে জানা গিয়েছে, বিশাখাপত্তনম-রায়গাদা প্যাসেঞ্জার ট্রেন এবং বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে সংঘর্ষের কারণে দুর্ঘটনাটি ঘটে। রেল আধিকারিকদের মতে, সংঘর্ষের ফলে বিশাখাপত্তনম-রায়গাদা ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। প্রথমে স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায়। তারপর উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ঘটনার পিছনের ‘মানব ত্রুটি’ কারণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের এই ট্রেন সংঘর্ষের খবর পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৎক্ষণাৎ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলে বিস্তারিত জানেন। ঘটনায় যাবতীয় সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। PMO সূত্রে জানানো হয়েছে রেল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।