আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে ফের গণটিকা কর্মসূচি চালানোর জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ৮০ লাখ মানুষকে টিকা দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জানান, গণটিকা কর্মসূচি সুষ্ঠু ভাবে পরিচালনা করতে দেশ জুড়ে ৪ হাজার ৬০০টি ইউনিয়ন, ১ হাজার ৫৪টি পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকায় ৪৩৩টি ওয়ার্ডে টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে ৩টি, পৌরসভায় ১টি এবং সিটি কর্পোরেশন এলাকার কেন্দ্রে ৩টি করে বুথ থাকবে।
এদিন মন্ত্রী জানান, যাঁরা টিকার জন্য নিবন্ধন করেছেন তাঁদের এই কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে। এই কর্মসূচিতে সিনোফার্মের টিকা ব্যবহার করা হবে। তিনি আরও জানান, গণটিকার পাশাপাশি নিয়মিত চলমান কর্মসূচিও চলবে। বর্তমানে নিয়মিত কর্মসূচিতেও প্রতি দিন ছয় লাখ ডোজ টিকা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এ বারের টিকা কর্মসূচিকে গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। যে সব এলাকায় বয়স্করা আছেন কিন্তু কেন্দ্রে যেতে পারেন না, তাঁদের অগ্রাধিকার থাকবে। দেশে শনিবার পর্যন্ত চার কোটি দুই লাখ ৩১ হাজার ৫৬৯ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। আর টিকার জন্য নিবন্ধন করেছেন চার কোটি ৪১ লাখ ১৫ হাজার ১৪৫ জন।