ফের উদ্ধার হল অবৈধ সেগুন কাঠ। পাচার হওয়ার আগেই হাতেনাতে ধরে ফেলেন বনকর্মীরা। যদিও গাড়ির চালক বা পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। কিন্তু লক্ষাধীক টাকার কাঠ উদ্ধার করে শাড়ুগাড়া রেঞ্জের বনকর্মীরা।
বৃহস্পতিবার গভীর রাতে গোপন সুত্রে খবর পেয়ে শারুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে ৩১ নম্বর জাতীয় সড়কের ফুলবাড়ি এলাকায় গভীর রাতে অভিযান চালানো হয়। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
একটি ট্রাক আটক করে তল্লাশি চালাতেই সেখনে পুরোনো আসবারপত্রের আড়াল থেকে উদ্ধার হয়। প্রচুর পরিমানে সেগুন কাঠ। বনদপ্তর সুত্রে জানা গিয়েছে কাঠগুলি অরুণাচল থেকে বিহারে নিয়ে যাওয়ার ছক ছিল। কাঠগুলির কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় গাড়ি সমেত কাঠ বাজেয়াপ্ত করে বনদপ্তর। কাঠের আনুমানিক বাজার মুল্য ২০ লক্ষ টাকা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর।