দিল্লি এবং আশপাশের এলাকায় আটকে পড়া বাংলাদেশিদের ঢাকায় ফেরানোর প্রক্রিয়ার অংশ হিসাবে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান পরিচালনার অনুমোদন পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। চেন্নাই থেকে ঢাকায় বিশেষ বিমান চালাতে শুরু করেছে একটি বেসরকারি বিমান সংস্থা এবং ইউএস বাংলার একটি বিমানে চেন্নাই থেকে ঢাকা ফিরে গিয়েছেন ১৬৪ জন বাংলাদেশি।
ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ২৪ এপ্রিল নাগাদ দিল্লি থেকে ঢাকার উদ্দেশ্যে একটি বিশেষ বিমান চালানো হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওই বিমানটি পরিচালনা করবে এবং টিকিট ব্যক্তিগতভাবেই কাটতে হবে। ওয়েবসাইটে ওই বিশেষ বিমানের টিকিটের দাম দেখানো হচ্ছে ভারতীয় মুদ্রায় ৩৫,০০০ টাকা।
ফেসবুক পোস্টে হাইকমিশন জানিয়েছে, বিশেষ বিমানটিতে ওঠার আগে কোভিড মুক্ত সার্টিফিকেটও ভারতীয় কোনও হাসপাতাল থেকে যাত্রীদের জোগাড় করতে হবে। আর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর ব্যবস্থা তাদের নিজেদেরই করতে হবে। চেন্নাই–ঢাকা হোক বা দিল্লি–ঢাকা, বিমানগুলির ভাড়া অত্যন্ত বেশি বলে জানাচ্ছেন ভারতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের একাংশ। এক মাস যাবৎ লকডাউনে আটকে পড়ে তাদের অর্থসঙ্কট রয়েছে। তারপরে যদি একেকজনের জন্য ৩৫–৪০ হাজার টাকা বিমান ভাড়া দিতে হয়, তা একরকম অসম্ভব হয়ে দাঁড়াবে।
