Facebook bought 9.99% share of Rilance-Jio. They invested Rs. 43 thousand 574 crore.
অর্থনীতি ব্রেকিং নিউজ

গাঁটছড়া বাঁধল জিও–ফেসবুক

ভারতে টেলিকম সেক্টরে রেকর্ড বিদেশি বিনিয়োগ এল। তাও আবার করোনার আবহে। রিলায়েন্স জিও’‌র ৯.৯৯ শতাংশ শেয়ার কিনল ফেসবুক। ৪৩ হাজার ৫৭৪ কোটি টাকার বিদেশি বিনিয়োগ ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করবে বলে মনে করা হচ্ছে।
মার্ক জুকেরবার্গের সংস্থার ভারতে বিনিয়োগ, ধুঁকতে থাকা টেলিকম সেক্টরকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। টিকটককে টেক্কা দিতে মরিয়া ফেসবুক রিলায়েন্স িজও’‌র সঙ্গে যৌথ উদ্যোগে বাজারে নতুন অ্যাপ আনার পরিকল্পনা করছিল েফসবুক। ভারতের ১৩০ কোটির জনসংখ্যার বাজার ধরতে রিলায়েন্স জিও’‌র সঙ্গে হাত মিলিয়ে মাল্টিপারপাস অ্যাপ তৈরির পরিকল্পনা করেছে তারা।
উল্লেখ্য, ভারতে হোয়াটসঅ্যাপের গ্রাহক সংখ্যা প্রচুর। সেই সংখ্যাকে মাথায় রেখেই ভারতে ব্যবসা বাড়ানোর সিদ্ধান্ত ফেসবুকের বলে মনে করা হচ্ছে। রিলায়েন্স ছাড়া আর কোনও সংস্থার উপর ভরসা করতে পারছিল না ফেসবুক। জিও’‌র সঙ্গে চুক্তি হওয়ার পর মার্ক জুকেরবার্গ জানান, ভারতের আরও বেশি মানুষকে ইন্টারনেট পরিষেবার সঙ্গে যুক্ত করতেই এই চুক্তি।