বাংলাদেশ

চট্টগ্রামে এবার ৪১৪২টি পুজো

সূর্য সেনের স্মৃতিধন্য চট্টগ্রামে এবারেও বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক পূজার আয়োজন হচ্ছে। করোনা আবহেও সাধারণের মানুষের মধ্যে রয়েছে উচ্ছ্বাস, উন্মাদনা। বিশ্বব্যাপী মহামারির কবল থেকে মানবজাতিকে রক্ষার প্রার্থনা মাথায় রেখেই সাজানো হয়েছে পূজার আনুষ্ঠানিকতা।
বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের বিভাগীয় যুক্ত সম্পাদক এবং চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত জানালেন, করোনা আবহের কারণেও পুজোর সংখ্যা কমেনি। চট্টগ্রাম শহর ও বিভাগ মিলিয়ে মোট ৪১৪২টি পূজার আয়োজন হচ্ছে।
চট্টগ্রাম ঘুরে দেখা গেল, মৃৎশিল্পীদের প্রতিটি কারখানায় প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। বাকি রয়েছে রঙতুলির শেষ টান দেওয়া ও মাকে সাজানোর কাজ। ৩৩ ডিগ্রি তাপমাত্রা মাথায় নিয়ে নগরীর দেওয়ানজি পুকুরপাড়ের দত্তাত্রেয় আখাড়ার ‘রূপশ্রী’তে প্রবেশ করলেই মনটা শান্ত হয়ে যাবে।চট্টগ্রামের বিখ্যাত সব মণ্ডপের প্রতিমা যে ‘রূপশ্রী’তেই গড়তে হবে।
পুজো উপলক্ষ্যে কেনাকাটায়ও কমতি নেই। প্রচুর শপিং ব্যাগ হাতে নানা বয়সের মানুষের ভিড় রয়েছে রাস্তায়। চট্টগ্রামে বেশ কয়েকটি প্রতিমা গড়ার কারখানা রয়েছে। চট্টগ্রামে মোট যে ৪১৪২টি পুজোর আয়োজন হয়েছে তার মধ্যে চট্টগ্রাম শহরে হচ্ছে ২৫৪টি পুজো। বাকিগুলোর মধ্যে চট্টগ্রাম জেলায় ১৫২৭ এবং বিভাগের অন্য জেলাগুলোয় ২৩৬১টি।