জেলা

বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করল পুলিশ

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন রাজ্যে। তার আগে বারবার নানা জায়গা থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হতে শুরু করেছে। তাই পুলিশ কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। একাধিক ঘটনার তদন্ত শুরু হয়েছে। তার মধ্যেই আবার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ধরা পড়ল।
গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতেই অভিযানে নামে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের পূর্ব রাধানগর এলাকায় আগ্নেয়াস্ত্র–সহ গ্রেপ্তার করে একজনকে। ধৃতের নাম মুছা কালি মোল্লা। পুলিশ সূত্রে খবর, তাকে জেরা করতেই হদিশ মেলে বিপুল আগ্নেয়াস্ত্রের। পূর্ব রাধানগর এলাকায় বাসিন্দা মুছা কালি মোল্লা গোপনে আগ্নেয়াস্ত্র মজুত করছিল। আর এই খবর পেয়েই সুন্দরবন কোস্টাল থানার পুলিশ অভিযান চালায়। তাতেই ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ে।
এই মুছা কালির কাছ থেকে পুলিশ ৯টি আগ্নেয়াস্ত্র ৬টি কার্তুজ উদ্ধার করেছে। এই বিষয়ে পুলিশ অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আগ্নেয়াস্ত্রগুলি স্থানীয় অপরাধীদের কাছে বিক্রির জন্য মজুত করা হয়েছিল। এই ঘটনায় আর কারা কারা যুক্ত, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই মুছা কালির পেছনে বড় মাথা আছে বলে মনে করছেন পুলিশ কর্তারা।