জেলা ব্রেকিং নিউজ

বিপুল পরিমাণে বাজি উদ্ধার, গ্রেফতার ব্যবসায়ী

আতস বাজির আড়ালে মজুত বিপুল পরিমাণে শব্দবাজি। গোডাউনে হানা দিয়ে ২ হাজার কিলো শব্দবাজি উদ্ধার করলো উত্তর ২৪ পরগনা গোপালনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় গোপালনগর ২ নং গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর এলাকায় তারক ঘোষ নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে এই বিপুল পরিমাণে শব্দবাজি উদ্ধার করে পুলিশ। নিষিদ্ধ শব্দ বাজি মজুত করায় তারককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া বাজির আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা। মূলত তারক ঘোষ নামে এই ব্যবসায়ী বনগাঁর বিভিন্ন বাজারে বাজির সাপ্লাই দিয়ে থাকে, তিনি দীর্ঘদিন ধরে পাইকার ব্যবসায়ী হিসেবে ব্যবসা করে চলেছেন। কালীপুজোর সময় বনগাঁসহ পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন বাজারে এই বাজিগুলোকে সাপ্লাই দেওয়ার জন্যই গাংনাপুর থেকে এনে সাতবেড়ের এই গোডাউনে মজুত করেছিল তারক ঘোষ। পুলিশের এই হানা সম্পর্কে গোডাউন মালিক তারক ঘোষ বলেন, ” তিন লক্ষ টাকার বাজি রয়েছে, তার মধ্যে দেড় লক্ষ টাকার শব্দবাজি রয়েছে। গাংনাপুর থেকে আমি এই বাজি এনেছিলাম সমস্তটাই ব্যাংক থেকে লোন নিয়ে করা।”

প্রতিবেশীরা বলছেন, তাদের বাড়ির পাশেই শব্দবাজির এই বিপুল গোডাউন রয়েছে তা তারা ঘুনাক্ষরে টের পাননি। এই বিষয়টি সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞাত। এই বিষয়ে প্রতিবেশীদের পক্ষ থেকে বলা হয়, “আমরা জানতামই না এখানে গোডাউন রয়েছে বাজির এটিকে বাইরে থেকে দেখে একটা বাড়ির মতনই মনে হয়। আজ পুলিশ এসে তল্লাশি করায় আমরা জানতে পেরেছি।”

পাশাপাশি, এদিন সন্ধ্যায় গাইঘাটা থানার পুলিশ ঠাকুরনগর বাজারে হানা দিয়ে প্রচুর নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করে। শব্দ মজুত করার অপরাধে দুই ব্যাবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।