রাজ্য লিড নিউজ

HS Result: প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। সকাল ১১টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রকাশিত হল প্রথম ১০ জনের মেধা তালিকা। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ করল সংসদ। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯০.১৯ শতাংশ, ছাত্রীদের ক্ষেত্রে এই হার ৮৬.৮৯ শতাংশ। প্রথম থেকে দশম পর্যন্ত মেধাতালিকা প্রকাশ করেছে সংসদ। এই তালিকায় রয়েছে ২৭২ জন। ছাত্র ১৪৪, ছাত্রী ১২৭ জন। প্রথম স্থান অধিকার করেছে অদিশা দেবশর্মা, দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুল (কোচবিহার)। প্রাপ্ত নম্বর ৪৯৮। দ্বিতীয় হয়েছে সায়নদীপ সামন্ত, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)। প্রাপ্ত নম্বর ৪৯৭। তৃতীয় স্থান পেয়েছে রোহিত সেন,পাঠভবন (কলকাতা), সোহম দাস, হুগলি কলেজিয়েট স্কুল, অভীক দাস, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউট (পূর্ব বর্ধমান), পরিচয় পারি, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)। প্রাপ্ত নম্বর ৪৯৬। চতুর্থ স্থান অধিকার করেছেন ৮ জন। প্রাপ্ত নম্বর ৪৯৫ এবং পঞ্চম স্থানে রয়েছে ১১ জন। প্রাপ্ত নম্বর ৪৯৪।

এছাড়াও ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে মার্কশিট। শুক্রবার নিজেদের স্কুল থেকে রেজাল্ট সংগ্রহ করতে পারবে না ছাত্রছাত্রীরা। ২০শে জুন থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন ছাত্রছাত্রীরা। ডাউনলোড করা মার্কশিট দেখিয়ে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবে পড়ুয়ারা।

এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সাত লক্ষেরও বেশি পরীক্ষার্থী ৷ মোট ৫৬টি বিষয়ে পরীক্ষা নিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয় গত ২৭ এপ্রিল ৷ এবছর প্রথমবার নিজের স্কুলেই পরীক্ষা দিয়েছিলেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।