রাজ্য লিড নিউজ

উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে অসন্তোষ থাকলে জানাতে হবে ৭ দিনে

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই জেলায় জেলায় চলছে বিক্ষোভ। কোথাও অবরোধ, কোথাও বিক্ষোভ বা কোথাও আগুন জ্বালিয়ে অবরোধ। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে নবান্ন। এবারের উচ্চ মাধ্যমিকে পাশের হার শতাংশ। তবুও কলকাতা, উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর ২৪ পরগনার মতো একাধিক জেলায় বিক্ষোভ দেখিয়েছে পড়ুয়ারা। তাঁদের দাবি বাকিদের মতো তাঁদেরও পাশ করিয়ে দিতে হবে। এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ওই সমস্ত পরীক্ষার্থীদের পাশে দাঁড়াল। সংসদ থেকে শনিবারই এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল আগামী সাত দিনের মধ্যে ফলাফল নিয়ে কোনও অভিযোগ বা অসন্তোষ থাকলে সেটা জানানো যাবে। পরে সেটা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। রবিবার বা ছুটির দিনেও অভিযোগ জানানো যাবে একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।

নবান্ন সূত্রে খবর, যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ তৈরি হয়েছে, তা প্রশমনের জন্য সংসদকেই ব্যবস্থা নিতে বলা হয়েছে। এমনকি সংসদ সভাপতি মহুয়া দাসের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে নবান্ন। শনিবার বিকেলেই মহুয়া দাসকে নবান্নে তলব করা হয়েছিল। তাঁর সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং শিক্ষাসচিব মণীশ জৈন। বৈঠকে যে সমস্ত পড়ুয়ারা পাশ করতে পারেনি, তাঁদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য সংসদ সভাপতিকে আর্জি জানান মুখ্যসচিব। এরপরই বিজ্ঞপ্তি জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানা যাচ্ছে, সাতদিনের মধ্যে প্রধান শিক্ষকদের সংসদের কেন্দ্রীয় কার্যালয়ে উপযুক্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সেই অভিযোগের দ্রুত নিষ্পত্তির জন্য উপযুক্ত ব্যবস্থা নেবে সংসদ।