মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ১০০ শতাংশ, কয়েকদিন পর প্ৰকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলেও সাফল্যের হার রেকর্ড গড়ল। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৯৭.৬৯ শতাংশ। যা এখনও পর্যন্ত রেকর্ড। চলতি বছরে করোনা সংক্রমনের জেরে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তাই বিকল্প পদ্ধতিতে ফলাফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার বেলা 3টে নাগাদ সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করলেন সংসদ সভাপতি মহুয়া দাস। এবারের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর উঠেছে ৮৯৯, প্রথম দশে আছে ৮৬ জন পরীক্ষার্থী। ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ৯,০১৩ জন।
চলতি বছর মেধা তালিকা প্রকাশ করা হয়নি। তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে মুর্শিদাবাদের এক মুসলিম ছাত্রী এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন। তবে তাঁকে প্রথম স্থানাধিকারী বলেননি সংসদ সভাপতি। এবারে পরীক্ষা দিয়েছিল ৮,১৯,২০২ জন পরীক্ষার্থী। পাশের হার ৯৭.৬৯ শতাংশ যা গতবারের তুলনায় অনেকটাই বেশি। গতবার পাশের হার ছিল ৯০.১৩ শতাংশ। প্রথম ডিভিশন পেয়েছেন ৩,১৯,৩২৭ লাখ পরীক্ষার্থী।
এবার ছেলে ও মেয়েদের পাশের হার প্রায় সমান, প্রায় ৯৭.৭ শতাংশ। মুসলিম প্রার্থীদের পাশের হার ৯৭.৪৬ শতাংশ। তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের পাশের হার ৯৭.৩৩ শতাংশ। তবে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হওয়ায় পড়ুয়ারা একাদশ শ্রেণির উত্তরপত্র রিভিউ করতে পারবেন। সেজন্য আগামী ২৬ জুলাই বেলা তিনটের মধ্যে প্রধান শিক্ষকের মাধ্যমে আবেদন করতে হবে।
You must be logged in to post a comment.