বিনোদন

পুলিস কমিশনারের দফতরে হাজির হলেন হৃতিক

মুম্বই পুলিস কমশনারের দফতরে বয়ান রেকর্ড করার জন্য গেলেন হৃতিক রোশন। ২০১৬ সালের ভুয়ো ইমেল কাণ্ডে বয়ান রেকর্ড করাতেই আজ মুম্বই পুলিস কমিশনারের দফতরে হৃতিক হাজির হন। কালো রঙের টিশার্টের সঙ্গে কালো টুপি এবং মুখে মাস্ক পরে মুম্বই পুলিস কমিশনারের দফতরে হাজির হন বলিউড অভিনেতা। ২০১৬ সালে ইমেল কাণ্ডে মুম্বই পুলিসের সাইবার সেলে হৃতিক রোশন অভিযোগ দায়ের করেন। সেই মামলাতেই আজ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং বয়ান রেকর্ড করা হবে বলে জানা গেছে।

২০১৬ সালে হৃতিক অভিযোগ করেন, কেউ বা কারা তার নাম করে কোনও ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেখান থেকে মেল করতেন কঙ্গনাকে। যদিও কঙ্গনা রানাউত পালটা দাবি করেন, ওই ইমেল আইডি হৃতিক নিজেই ২০১৪ সালে তাকে দিয়েছিলেন। ২০১৩-১৪ সালেও হৃতিক ও কঙ্গনার মধ্যে ওই একই আইডি থেকে মেল চালাচালিও হয়। সেই আইডির লগইন পাসওয়ার্ড অন্য কেউ কীভাবে পেয়ে, সেখান থেকে কঙ্গনাকে মেল করতে পারেন বলে অভিনেত্রী পালটা প্রশ্ন তোলেন।