বিনোদন

রাজীবের জন্য চিন্তা করতেন হৃষি

হৃষি কাপুরের মৃত্যুর পর এক বছর কাটতে না কাটতেই চলে গেলেন ভাই রাজীব কাপুর। চিম্পুর মৃত্যুর পর হৃষি কাপুরের পুরনো একটি সাক্ষাতকার ভাইরাল হতে শুরু করেছে। যেখানে আদরের চিম্পুকে নিয়ে তিনি যে সব সময় চিন্তা করতেন, তা হৃষি খোলসা করেন। কাপুর বংশে সবচেয়ে মেধাবী রাজীব কাপুর হৃষি কাপুরকে এমনও মন্তব্য করতে শোনা যায়। নিজের বই ‘খুল্লাম খুল্লা’ প্রকাশের সময় রাজীব কাপুরকে নিয়ে মুখ খোলেন হৃষি। তিনি বলেন, দাদা রণধীর কাপুর তার চেয়ে ৫ বছরের বড়। দাদার সঙ্গে তার সম্পর্ক প্রায় বন্ধুর মতো। দাদার পর চিম্পু তার আদরের ভাই কিন্তু বলিউডে অভিনয় থেকে পরিচালনা, কোথাওই রাজীব নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও চিম্পু কেন বি টাউনে নিজের জায়গা করতে পারলেন না, তা নিয়ে হৃষি কাপুর চিন্তা প্রকাশ করেন। হৃষি ওই সময় আরও জানান, চিম্পু খুব ভাল পিয়ানো বাজান। কারও কাছে প্রশিক্ষণ না নিয়েই চিম্পু কীভাবে সুরেলা ধুনে পিয়ানো বাজান, তা দেখে অবাক হয়ে যান বলেও জানান হৃষি। ফলে আদরের চিম্পুর জীবন নিয়ে হৃষি কাপুর সব সময় চিন্তা করতেন বলেও নিজের সাক্ষাতকারে জানান।