মহার্ঘ ভাতা ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করার কয়েক দিনের মধ্যেই আরও এক বড় ঘোষণা। সপ্তম বেতন কমিশনের আওতায় বর্ধিত হারে ডিএ কার্যকর হবে ১ জুলাই থেকেই। তারই মধ্যে খবর, কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।
রিপোর্ট অনুযায়ী, আগামী আগস্ট মাস থেকেই বর্ধিত হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কেন্দ্র বলেছে, ডিএ এখন ২৫ শতাংশ পার হয়ে যাওয়ার কারণেই বাড়ি ভাড়া ভাতা বাড়ানো হয়েছে।
কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, কোনও কর্মচারী যে শহরে বাস করেন, তার ক্যাটেগরির উপরে নির্ভর করেই এই ভাতা বাড়বে। যে কর্মীরা ‘এক্স’ ক্যাটাগরির শহরে বাস করেন, তাঁদের বাড়ি ভাড়া ভাতা বাড়বে ২৭ শতাংশ। ‘ওয়াই’ এবং ‘জেড’ ক্যাটাগরির শহরের বাসিন্দা কর্মচারীর ক্ষেত্রে যা বাড়বে যথাক্রমে ১৮ শতাংশ এবং ৯ শতাংশ।
‘এক্স’ ক্যাটাগরির শহর বলতে বোঝায়, যেখানে জনসংখ্যা ৫০ লক্ষের বেশি। ৫ লক্ষের বেশি জনসংখ্যা হলে ‘ওয়াই’ ক্যাটাগরি এবং ৫ লক্ষের কম হলে ‘জেড’ ক্যাটাগরি। এখন তিন ক্যাটাগরির জন্য এইচআরএ-র হার যথাক্রমে ২৪, ১৬ এবং ৮ শতাংশ। তিনটি বিভাগের জন্য সর্বনিম্ন এইচআরএ হবে ৫৪০০, ৩৬০০ এবং ১৮০০ টাকা।
উল্লেখ্য, ১৭ শতাংশ থেকে মহার্ঘ ভাতা বাড়িয়ে ২৮ শতাংশ করার প্রস্তাবে ১৪ জুন অনুমোদন দিয়েছে কেন্দ্র। কয়েক মাস ধরে এই ঘোষণার অপেক্ষায় থাকা কেন্দ্রীয় সরকারের প্রায় ৫২ লক্ষ কর্মচারী এবং ৬০ লক্ষ পেনশনপ্রাপকদের কাছে এটা কার্যত এক স্বস্তি। ডিএ-র হার সংশোধনের পরে কর্মীরা ২৮ শতাংশ ডিএ পাবেন। সেই অনুযায়ী, মাসিক ডিএ ১১ শতাংশ বৃদ্ধি পাবে।