লকডাউনের জেরে এমনিতেই বেশি ট্রেন চলছে না। কিন্তু যেটা চলছে, সেটাই বাতিল করা হল। আমফানের কারণে বুধবার দিল্লি যাওয়ার ট্রেন বাতিল করল রেল। ইতিমধ্যেই রেলের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে। বুধবার হাওড়া–দিল্লি এসি স্পেশাল ট্রেনটি বাতিল করল পূর্ব রেল। ফলে বৃহস্পতিবার দিল্লি থেকে হাওড়া ফেরার বিশেষ ট্রেনটিও বাতিল করা হয়েছে।
জানা গিয়েছে, ০২৩০১ হাওড়া–নিউ দিল্লি এসি স্পেশ্যাল ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে, দিল্লি থেকে ০২৩০২ নিউ দিল্লি–হাওড়া এসি স্পেশ্যাল এক্সপ্রেস বাতিল করা হয়েছে। আমফান যদি তার পূর্ণশক্তি দিয়ে কলকাতায় আছড়ে পড়ে, তা হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে শহরে। হাওড়াতেও ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে বিশেষ ট্রেনটি বাতিল করার সিদ্ধান্তই নিয়েছে রেল।
আমফান ইতিমধ্যেই অতি শক্তি সঞ্চয় করে বাংলার দিকে ধেয়ে আসছে। ফলে ঘূর্ণিঝড় ও প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসনও। তাই ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের। ঝড়ের দাপটে লাইন দিয়ে ট্রেন যাতে গড়িয়ে না যায়, সে কারণে কারশেডে ট্রেন এবং ইঞ্জিনগুলিকে শিকল দিয়ে লাইনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে।