ব্রেকিং নিউজ রাজ্য

হাওড়া ময়দান বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুজোর আগে মাথায় হাত ব্যবসায়ীদের

হাওড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার হাওড়া ময়দানের একটি ব্যাগের দোকান দাউদাউ করে জ্বলতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে দমকলের আরও ৮ টি ইঞ্জিন । ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতেও বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।

জানা গিয়েছে, সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ আগুন লাগে। নিমেষে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এটি একটি জনবহুল মার্কেট। সোমবার ওই এলাকায় মঙ্গলাহাট থাকায় এবং  পুজোর কেনাকাটার জন্য প্রচুর ভিড় রয়েছে । যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। কেউ ওই ব্যাগের দোকানের ভিতরে আটকে রয়েছেন কিনা, তা দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও এখনও কিছু জানা যায় নি।

হাওড়া ময়দান একেই ঘিঞ্জি এলাকা। একের পর এক দোকানের সারি। তার উপর আবার পুজোর সময় হাওড়া ময়দানে ভিড় থাকে যথেষ্ট। স্বাভাবিকভাবেই আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও করা হচ্ছে। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট করে জানা যায় নি। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। বড়সড় দুর্ঘটনা এড়াতে গোটা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।