দেশ ব্রেকিং নিউজ

হাওড়া–কালকা নেতাজি এক্সপ্রেস

হাওড়া–কালকা মেলের নাম বদল করল ভারতীয় রেল। এই ঐতিহাসিক ট্রেনের নতুন নাম নেতাজি এক্সপ্রেস। নেতাজি সুভাষচন্দ্র বসু’‌র ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার এই ঘোষণা করেছে রেলমন্ত্রক।
রেলবোর্ডের পক্ষ থেকে রেলের সমস্ত বিভাগের জেনারেল ম্যানেজারদের এই তথ্য জানিয়ে দেওয়া হয়। গত ১৪ জানুয়ারি, হাওড়া–কালকা মেলের নাম বদলের প্রস্তাব আসে রেলমন্ত্রকের কাছে। সেই প্রস্তাব মেনেই হাওড়া–কালকা মেলের নাম বদলে নেতাজি এক্সপ্রেস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মদিনের আগেই কালকা মেলের নাম পরিবর্তনের কথা টুইট করে জানায় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। কেন হঠাৎ কালকা মেলের নাম নেতাজি এক্সপ্রেস রাখা হল? জানা গিয়েছে, ১৯৪১ সালে ব্রিটিশদের নজর এড়াতে বিহারের গোমো থেকে কালকা মেল ধরে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই পরাক্রম দিবস উপলক্ষ্যে কালকা মেল ট্রেনের নাম বদল করা হল।
নেতাজির জন্মদিবস পরাক্রম দিবস হিসাবে পালিত হবে বলে মঙ্গলবার ঘোষণা করে মোদী সরকার। কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল বলেন, ‘‌সরকার ২৩ জানুয়ারি দিনটি পরাক্রম দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।’‌