রবিবার রাত থেকে নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ–সহ হাওড়াতে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সারারাত ধরে বৃষ্টি চলছে এখনও অবিরাম গতিতে বৃষ্টি চলছে। ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, হাওড়া জেলার বিভিন্ন এলাকায় জমেছে জল। জনজীবন কার্যত বহু জায়গায় ব্যাহত হয়েছে। রাস্তায় কোমর জল জমে যান চলাচল ব্যাহত হয়েছে। সপ্তাহের প্রথম দিনেই। কার্যত শুনশান এলাকা। রাত থেকে প্রবল বর্ষণের জেরে গৃহস্থের ঘরেঢুকেছে জল।
হাওড়া কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় জমেছে জল যার ফলে যান চলাচল ব্যাহত। শিবপুর ,বেলিলিয়াস রড, কদমতলা, পাওয়ার হাউস, কাজীপাড়া, দানেশ শেখ লেন ,লিলুয়া, টিকিয়াপাড়া বাইপাস, রাজারাম তলা, তবে করপোরেশনের পক্ষ থেকে পাম্প চালানো হলেও, রাতভর প্রবল বর্ষণের যে জমা জল তা সরানো সম্ভব হয়নি এখনো পর্যন্ত। অতএব যন্ত্রণায় নাজেহাল হাওড়া বাসি।