ভুল তথ্য ছড়নো আটকাতে পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। নবি মহম্মদকে অবমাননাকর মন্তব্যে প্রতিবাদে বিক্ষোভ হিংসাত্মক রূপ নেওয়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখর সিদ্ধান্ত নেওয়া হল। সোমবার সকাল ছটা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে নবান্ন।
হাওড়া জেলার বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত অশান্তির পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ডোমজুড়, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়ার উপদ্রুত এলাকায়, বিশেষত জাতীয় সড়ক ও রেলস্টেশনের আশেপাশে ১৪৪ধারা জারি করা হয়েছে এবং হাওড়ার সমস্ত এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। সব জায়গায় পুলিশি টহলদারি চলছে। গুজব ছড়ানো, উস্কানিমূলক মন্তব্য, অশান্তি ছড়ানোর প্ররোচনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্তমান পরিস্থিতির সাপেক্ষে সকল সুনাগরিকের কাছে সতর্ক ও শান্তভাবে যেকোন রকম প্ররোচনায় জড়িয়ে পড়া থেকে বিরত থেকে প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার অনুরোধ জানানো হচ্ছে।
তবে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকলেও, ভয়েস কল বা SMS এর ক্ষেত্রে কোনও বিধিনিষেধ লাগু হয়নি। হাওড়ায় সংবাদপত্রও পৌঁছবে নিয়মিত। ফলে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন করা হয়নি। তবে বেশ কিছুদিন নেট মাধ্যম ব্যবহার করতে পারবেন না ওই জেলার বাসিন্দারা।
উল্লেখ্য,নবি মহম্মদ সম্পর্কে বিজেপি নেত্রী নূপুর শর্মার করা বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে গত দুদিন ধরে চলছে বিক্ষোভ। শুক্রবার হাওড়ার বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। এদিকে, বিক্ষোভকারীরা সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করে রাখে। হাওড়া-খড়গপুর লাইনের চেঙ্গাইল স্টেশনে বিক্ষোভ শুরু করায় দক্ষিণ-পূর্ব রেলের পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।