ব্রেকিং নিউজ রাজ্য

Howrah Clash: হাওড়ায় বিক্ষোভ অব্যাহত, চূড়ান্ত দুর্ভোগে নিত্যযাত্রীরা

চলছে ইঁটবৃষ্টি! চলছে কুশপুতুল দাহ! চলছে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ! সঙ্গে শ্লোগান আর পথ অবরোধ! আর তার সঙ্গে মিশে আছে হাজার হাজার নিত্যযাত্রীর ঘাম রক্ত! বৃহস্পতিবার ও শুক্রবার হাওড়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তায় এখন এমনই চিত্র! যেখানে প্রতিবাদের নাম দুর্ভোগ !

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই মানুষদের কষ্ট দিয়ে প্রতিবাদ করতে বারন করেছিলেন। কিন্তু চিত্র বদলানো না শুক্রবারও। যেখানে ছাত্রীর একটা কান্না মিশে আছে রাস্তায়! আর একটা কান্না মিশে আছে অ্যম্বুলেন্সের রোগীর। আর হাজার হাজার কান্না মিশে আছে ২০২২ এর -৯ ও ১০ই জুন  মাসে। আজও উত্তাল  হাওড়ার অঙ্কুরহাটি, রানিহাটি, নতুন রাস্তা ও ক্যারি রোড। দেখা গেল পুলিশের লাঠি হাতে দৌড়। হাওড়ার রানিহাটিতেও হল বিক্ষোভ। পুলিশ সেই বিক্ষোভ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সামলালো। প্রবল যানজটে নাজেহাল মানুষ।  বিজেপির প্রাক্তন মুখপাত্রর বক্তব্যে ইসলামের নবী মহম্মদের অপমান হওয়ার বিরুদ্ধে প্রতিবাদের সুর অব্যাহত। ফের আজ শুক্রবার  প্রতিবাদে সামিল হলেন মুসলিম সম্প্রদায়ের লোকেরা। তাদের দাবি, অবিলম্বে বিজেপির প্রাক্তন মুখপাত্রকে গ্রেফতার করতে হবে। তার ফাঁসির দাবিতে এদিন  ফের হাওড়া শহরের নতুন রাস্তা অবরোধ করেন মুসলিম সম্প্রদায়ের লোকেরা। তিনি তাদের নবী মোহাম্মদকে কটু কথা বলেছেন। অবিলম্বে এই ঘটনার বিচারের দাবি জানান তারা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল থেকে উত্তাল হয়ে ওঠে হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটি। আর তার জেরে গোটা জেলা প্রায় অচল হয়ে যায়। শুক্রবার সেই একই ইস্যুতে নতুন রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা।  ইসলাম ধর্মগুরু সম্পর্কে আপত্তিকর মন্তব্যে তোলপাড় হাওড়া জেলা। শুক্রবারও  অবরোধ হয়েছে উলুবেড়িয়া ও নতুন রাস্তায়। বৃহস্পতিবার রীতিমতো তান্ডব হয়েছে হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটিতে। যথারীতি এই বিক্ষোভ ও অবরোধের জেরি প্রায় গোটা হাওড়া জেলার  যানবাহন চলাচল স্তব্ধ। শুক্রবার  সকাল থেকেই হাওড়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে  জাতীয় সড়কের বিভিন্ন জায়গায়। মানুষের দুর্ভোগ এড়াতে এই সিদ্ধান্ত এবং তার পরেও নবান্ন থেকে ঢিলছোড়া দূরত্বে ক্যারি রোড অবরোধ করে বিক্ষোভকারীরা। পুলিশী তৎপরতায় সেই অবরোধ উঠলেও পরে রাস্তার দু’ধারে গলির ভেতরে অবরোধকারীরা সঙ্গবদ্ধ হয়। পদ্মপুকুর স্টেশনের রেল গেটের কাছে থাকা বিশাল জমায়েতে পুলিশ সরাতে গেলে পুলিশের সঙ্গে ইট বৃষ্টি হয়। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এলাকাজুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।