পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য দুয়ারে রেশন, দুয়ারে সরকার ইত্যাদি প্রকল্প আসায় সাধারণ মানুষ অল্প সময়ে সরকারের অনেক পরিষেবা পেয়েছেন। প্রকল্পের সাফল্যে আগামী ৭ জানুয়ারি রাষ্ট্রপতির কাছ থেকে দুয়ারে সরকার প্রকল্প বিশেষ পুরস্কার পেতে চলেছে।
ঠিক তেমনি হাওড়া সিটি পুলিশের এই উদ্যোগ মানুষকে পরিষেবা দেবার জন্য প্রান্তিক পাড়ায় পুলিশি পরিষেবা। উদ্যোগের প্রথম দিনে আজ ধুলাগড় পশ্চিম পাড়ায় এই পরিষেবা ক্যাম্প আয়োজন করা হল। সাধারণ মানুষের কাছ থেকে উঠে আসা সমস্যার কথা জানলেন পুলিশ আধিকারিকরা।
জানা গেল, থানা থেকে বাড়ির দূরত্ব বেশি হওয়ার জন্য এবং পুলিশে প্রতি ভয়ের কারণে জন্য অনেকে পুলিশের কাছে না গিয়ে তাদের সমস্যা নিজেদের কাছেই চেপে ছিলেন। কিন্তু প্রান্তিক পাড়ায় পুলিশি এই পরিষেবা পেয়ে ভয় কাটিয়ে অনেক মানুষ তাদের সমস্যার কথা প্রশাসনকে জানালেন।
হাওড়া সিটি পুলিশের তরফে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের পাশাপাশি ক্যাম্পে উপস্থিত ছিলেন এছাড়া বিধানসভার বিধায়ক এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান। এদিন সকাল ১১ টা থেকে এই ক্যাম্প শুরু হয়। তবে দুয়ারে সরকার প্রকল্পে যতটা সাফল্য পেয়েছে সরকার তেমনি পুলিশের এই পরিষেবায় আগামী দিনে কতটা সফলতা আসে এখন সেটাই দেখার।