জেলা ব্রেকিং নিউজ

লাইনচ্যুত আপ হাওড়া-আমতা লোকাল ট্রেন

ফের লাইনচ্যুত হল হাওড়া – আমতা লোকাল। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখার ঘটনা। বড়োসড়ো রেল দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা।

বৃহস্পতিবার দুপুর ১২:৫০ মিনিট নাগাদ দক্ষিণ-পূর্ব রেলের আপ হাওড়া আমতা লোকাল দুর্ঘটনার মুখে পড়ে। চলন্ত অবস্থাতেই লোকাল ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে হাওড়ার জগৎবল্লভপুর এলাকার মাজু স্টেশনে ঢোকার আগে যাদববাটি এলাকায়। ওই লোকাল ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। যদিও স্টেশনে ঢোকার আগে গাড়ির গতি কম থাকায় বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় যাত্রীরা। যদিও আচমকা এই দুর্ঘটনাতে কমপক্ষে তিনজন আহত হয়েছে বলেই স্থানীয় সূত্রে খবর। যদিও দক্ষিণ পূর্ব রেল সূত্রে কোনো হতাহতের ঘটনা ঘটে নি বলেই দাবি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করতে উপস্থিত হয়েছেন দক্ষিণ পূর্ব রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা।

দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে ঘটনাস্থলে মেডিক্যাল দল পাঠানো হচ্ছে বলেই জানান হয়েছে। পাশাপাশি এই দুর্ঘটনার জেরে আপাতত সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে হাওড়া-আমতা লাইনে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের ওই লাইনে ট্রেন পরিষেবা শুরু হওয়ার কথা জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। যদিও দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে কতক্ষনে পরিষেবা স্বাভাবিক হবে সেই বিষয়ে কোনো তথ্য দেওয়া হয় নি। যদিও দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানান হয়েছে ৩৮৯০৯ হাওড়া – আমতা লোকাল ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়।

ঘটনায় যাত্রীদের সুবিধার্থে চারটি তথ্য অনুসন্ধান সাহায্য ডেস্ক চালু করা হয়েছে। যার মধ্যে রয়েছে শালিমার – ৯৮৩৬২২১৫৩৩, সাঁতরাগাছি – ৭৫৯৫০৭৩৯৭০, আমতা-৯৫৬৩৬৮২৭৫৯, হাওড়া – ০৩৩২৬৩৮২২১৭

ওই দুর্ঘটনাগ্রস্থ যাত্রীদের নিজস্ব গন্তব্যে পাঠানোর জন্য স্থানীয় পরিবহন ব্যবস্থার সাহায্য নেওয়া হচ্ছে বলেই জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।