নুসরাত- যশ সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রায় এক বছরের বেশি সময় ধরে খবরের শিরোনামে সাংসদ অভিনেত্রী। অনেকটা সময় পেরিয়ে গেছে। এরমধ্যে মা হয়েছেন নুসরাত। সন্তান ঈশানকে পিতৃ পরিচয় দিয়েছেন যশ দাশগুপ্ত। খুব সুন্দর দিন কাটাচ্ছিলেন দুজনেই। এর পর জুটি বেঁধে অংশ নিলেন ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবির মহরতেও৷হঠাৎ কি হল? কেন বিচ্ছেদের সুর নুসরাতের গলায়। তাই নিয়ে জল্পনা তুঙ্গে।
নুসরাত নিজের ইনস্টা স্টোরিতে লেখেন, ‘যে বাড়িতে শান্তি নেই তা পৃথিবীর সবচেয়ে খারাপ কারাগারের সমান। আর ভালোবাসায় ভরা ঘর হল সবচেয়ে সুন্দর কারাগার… যা ছেড়ে কেউ যেতে চায় না!’
এরপরেই একটি পোস্ট করেন যশ৷ তিনি লেখেন, ‘কেন কারাগারে থাকবে, যখন কারগারের দরজা উন্মুক্ত!!’ এই পোস্ট ঘিরেই জল্পনা দানা বেঁধেছে৷ তবে কি বিচ্ছেদের পথে যশরত?
নুসরতের সন্তানের বাবার পরিচয় নিয়ে বিস্তর তর্ক বিতর্কের পর পুজোর আগে নুসরত স্বীকার করে নেন তাঁদের বিয়ের কথা৷ এমনকী যশের জন্মদিনের কেকে ‘হাজবেন্ড’ লিখে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী৷ যখন সকলে প্রশ্ন তুলেছিলেন ঈশান বিবাহ বহির্ভূত সন্তান, তখন তাঁরা বুঝিয়ে দেন এই অভিযোগ আদৌ সত্যি নয়৷ সম্প্রতি, নুসরত ও নিখিলের বিয়ে খারিজ করেছে আলিপুর আদালত৷ এবার কি যশের সঙ্গে বিচ্ছেদের সুর?