কেমন কাটবে আজকের দিন,তার ধারণা দেয় রাশিফল।
বৃষ : আর্থিক ক্ষেত্র খুবই শুভ। চাকুরীক্ষেত্রে খুবই শুভ। মানসম্মান বৃদ্ধি পাবে। চটজলদি কোনো সিদ্ধান্ত নেবেন না। যাত্রা করার সময় সাবধানে থাকবেন।
মিথুন : আয়-ব্যয়ে ভারসাম্য বজায় রেখে চলতে হবে এই রাশির জাতকদের। তা না-হলে আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে আপনার আর্থিক পরিস্থিতি সমস্যায় পড়তে পারে। ছাত্ররা পরীক্ষায় ভালো ফলাফল পাবেন। সামাজিক পরিসর বৃদ্ধি পাবে।
কর্কট : সুখবর আসতে পারে। আত্মবিশ্বাস বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার যোগ রয়েছে। কাজ শেষ করতে অনীহা করবেন না। শরীর মোটের ওপর ভালোই থাকবে।
সিংহ : আধিকারিক ও সহকর্মীদের মধ্যে আপনার ভাবমূর্তি ভালো হবে। সুখী জীবন কাটাবেন। তবে অর্থের অপচয় রোধ করতে হবে। জীবনসঙ্গীর আবেগের সম্মান করুন। তখনই তাঁরা আপনার সঙ্গ দেবে। কোনও বড় লগ্নির পরিকল্পনা করে থাকলে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।
কন্যা : সন্তানের ভবিষ্যত্ নিয়ে চিন্তা বাড়তে পারে। জরুরি সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো। অফিসে বসের সঙ্গে একটু বিবাদ ঘটতে পারে। কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
তুলা : নিজের কাজের প্রতি একাগ্রতা বজায় রাখুন। বাণীর দ্বার আধিকারিকদের প্রসন্ন করবেন। সম্পত্তি সংক্রান্ত বিবাদ চললে তা বরিষ্ঠ আধিকারিকদের সহযোগিতায় সমাপ্ত হবে। ব্যবসায় ধন লাভ করা কঠিন হয়ে দাঁড়াবে।
বৃশ্চিক : আজ দিনটা বিশেষ ভাল যাবে না। গায়ে, হাতে , পায়ে ব্যাথা থাকতে পারে। কোনও কাজের জন্য অযথা অপমানিত হতে পারেন। যদিও তার জন্য আপনার বিশেষ কোনও দোষ থাকবে না।
ধনু: কর্মক্ষেত্রে শত্রুদের থেকে সতর্ক থাকুন। কারণ তাঁরা আপনাকে দুশ্চিন্তায় ফেলার পুরো চেষ্টা করবেন। তবে আপনারা নিজের কাজে মনোনিবেশ করুন। ছোটখাটো কথায় কান দেবেন না। সতর্ক থাকুন।
মকর: আজ অর্থলাভ হতে পারে। চাকরিক্ষেত্রে দিনটি খুবই শুভ। নতুন চাকরির সন্ধান করতে পারেন। কোন বিভ্রাট ছাড়াই যেকোনো কাজ সহজে সফল হয়ে যাবে।
কুম্ভ: ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন এই রাশির জাতক। ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় আগত বাধা সমাপ্ত হবে এবং তাঁদের সাফল্যের পথ প্রশস্ত হবে।
মীন: আজকের দিনটি খানিকটা ভালো- মন্দে কাটবে। কোথাও পয়সা পাওয়া থেকে আটকে থাকলে তাও পাওয়া যাবে। ভেবে চিন্তে কাজ করলে সফলতা আসবে।