আবহাওয়া লিড নিউজ

বিশ্বকর্মা পুজোর দিনে ভাসবে বাংলা

বিশ্বকর্মা পুজো, কারিগরি শিল্পী ও দক্ষ শ্রমিকদের কাছে উত্‍সবের দিন । এছাড়াও গাড়ি চালকদের কাছেও দিনটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। অন্যদিকে আগামীকাল আবার গণেশ চতুর্থী। এই বিশেষ দিনে মূলত পশ্চিমী রাজ্যগুলিতে উত্‍সব হলেও আজকাল বাংলাতেও হয় গণেশ চতুর্থীর পুজো।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিন কলকাতায় মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। মাঝেমধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে লারে। সেই কারণে কিছুটা হলেও স্বস্তি ফিরতে পারে শহরে। আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। পাশাপাশি, এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৩ শতাংশ।

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুত্‍-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আজ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমান একই থাকবে পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের।

উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে রয়েছে জারি হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা