কয়েকদিন ধরেই স্বস্তির বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা। শুক্রবার বিকেল হতেই ফের শুরু হয়েছে ঝড়ের তাণ্ডব। তবে,শনিবারও কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। এদিকে, ঝড়-বৃষ্টির মধ্যেও কলকাতা সহ জেলায় জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। তীব্র দাবদাহের মাঝেই নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত।
সূত্রের খবর, রবিবার থেকেই রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা। ২০ মে পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ থাকবে রোদ ঝলমলে। যদিও এদিন তাপমাত্রার পারদ বেশ চড়া। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭৮ শতাংশ।
পূর্বাভাস বলছে, শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায়। সেইসঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। এদিকে,বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে। উত্তরবঙ্গে ২৫ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। এদিন সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতারও বেশকিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২০ মে পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।