কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা আপাতত শুষ্কই থাকবে। তবে, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও উত্তরবঙ্গে বইতে পারে দমকা হাওয়া।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে আপাতত বজায় থাকবে গরম, কোনও কোনও জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ১৬ মে পশ্চিমের কিছু জেলা, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও দুই বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে যেতে পারে। সোমবারও সকাল থেকেই ভীষণ গরম অনুভূত হয়েছে শহর ও শহরতলিতে। গরমের সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ ঝলমলে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৫ থেকে ৮৫ শতাংশ। পূর্বাভাস বলছে, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,মুর্শিদাবাদ, নদিয়ায়। এদিকে,বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে।
প্রসঙ্গত, সুপার সাইক্লোন ‘মোকা’-র কোনও প্রভাব পশ্চিমবঙ্গে পড়েনি। কিন্তু,বাংলাদেশ এবং মায়ানমারে এর ব্যাপক প্রভাব পড়েছে বলেই জানা গিয়েছে।