একাধিক জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। সেইসঙ্গে জেলায় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তারই মধ্যে ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। মার্চেই রেকর্ড ভাঙা গরম পড়তে শুরু করেছে প্রায় গোটা দেশজুড়ে। বেলা বাড়তেই বাড়ছে রোদের তেজ। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে নামছে বৃষ্টি। মঙ্গলবারও উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টির দাপট। মঙ্গলবার বিকেলের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সোমবারের তুলনায় বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ শতাংশ।
পূর্বাভাস বলছে,উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সেই কারণেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের ভ্রুকুটি। আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে। এদিকে,২৪ ঘণ্টার মধ্যে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, এবং বাঁকুড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে,উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিহার, ঝাড়খন্ড, ওডিশাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।