চড়ছে তাপমাত্রার পারদ, মার্চের মাঝামাঝিতেই কলকাতার তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। মাঝেমধ্যেই আকাশ ঢাকছে কালো মেঘে। তার উপর গরম। এই অস্থির আবহাওয়াই ঝড়ের অনুকূল। গত বছর মার্চে কালবৈশাখীর দেখা না মিললেও চলতি বছরে ঝড়ের সম্ভাবনা প্রবল। বিশেষ করে রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
চলতি সপ্তাহে রাজ্যে কালবৈশাখী ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে। কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে বুধবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের পক্ষে থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হাওয়ার গতিবেগ থাকবে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। একই রকম আবহাওয়া থাকবে সপ্তাহের শেষের দিকেও। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
আগামী সপ্তাহেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া পুরোপুরি পরিবর্তন হতে চলেছে। উত্তর ও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
বিহার ও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সেখানে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।