ব্রেকিং নিউজ রাজ্য

কেমন থাকবে আজকের আবহাওয়া?

ফেব্রুয়ারির শুরুতেও সেইভাবে দেখা নেই শীতের। তাপমাত্রা বেড়েছে অনেকটাই। নেই কুয়াশার দাপট। পাশাপাশি বেড়েছে রোদের তীব্রতাও।

পূর্বাভাস বলছে, শনিবার পরিস্কার থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ও  সর্বনিম্ন তাপমাত্রা ১৮ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে । আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।

দক্ষিণবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নামবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

অন্যদিকে, দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তুরে হাওয়ার দাপট কমতে শুরু করেছে সেখানে। দার্জিলিং ও কালিম্পংয়ে ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব কটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

শীত এখনও থাকবে বেশ কিছু দিন। বৃহস্পতিবার থেকেই আবারও নামবে তাপমাত্রা। আলিপুরের হাওয়া অফিস এমনটাই জানিয়েছে। তবে এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই গোটা রাজ্য জুড়ে।

আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে, রবিবার-সোমবার পর্যন্ত সেরকম আবহাওয়া থাকতে পারে। অর্থাৎ বেশ কিছুটা ঠান্ডা অনুভূত হবে। তবে জাঁকিয়ে শীত পড়ার বিষয়ে আপাতত আলিপুর আবহাওয়া দফতরের কিছু জানানো হয়নি।