আর মাত্র কটাদিন পরেই বড়দিন। এর মধ্যে ঠাণ্ডাটাও বেশ জাঁকিয়ে বসেছে বঙ্গে। আগামী দুদিন বঙ্গে বৃষ্টির পূূর্বাভাস দিল আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ও শনিবার রাজ্যের প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যার জেরে কলকাতায় ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে।
জানা যাচ্ছে, এই দুদিন বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রী সেলসিয়াস। আকাশ থাকবে পরিষ্কার। তবে রাতের দিকে বেশ কনকনে ঠান্ডা পড়বে বলেই ধারণা আবহবিদদের।
এছাড়াও, শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।