আবহাওয়া ব্রেকিং নিউজ

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সপ্তাহান্তেই শীতের আমেজ বেশ ভালো ভাবেই অনুভূত হবে,তেমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও, জেলায় জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমতে পারে। সপ্তাহান্তে চার থেকে পাঁচ ডিগ্রি নামতে পারে শহরের পারদ। সোমবার পর্যন্ত আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। শীতের আমেজও অনুভূত হবে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রার বেশ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার অনেকটাই নামবে।

কলকাতা-সহ বিভিন্ন জেলায় শীতের আমেজ অনুভূত হয়েছে। আগামী তিনদিন পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে । অন্যদিকে, উত্তরবঙ্গে বেশ ঠাণ্ডা পড়তে শুরু করেছে। ঘন কুয়াশা থাকতে পারে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়।