পুজো শেষ। তার সঙ্গে কেটে গিয়েছে দুর্যোগের সম্ভাবনা। আপাতত বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। সোমবারও আবহাওয়ার গতিপ্রকৃতি একইরকম থাকবে, তেমনটাই জানা গেছে হাওয়া অফিস সূত্রে। মঙ্গলবার দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা শহরে।
রবিবার দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলাতে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। এদিন মূলত পরিষ্কার আকাশ, আবার কখনও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। কোনও কোনও জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
অন্যদিকে , উত্তরবঙ্গে কোথাও পরিষ্কার আকাশ তো কোথাও আবার আংশিক মেঘলা আকাশ থাকবে। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে বলে জানা গেছে আবহাওয়া দফতর সূত্রে।