আবহাওয়া ব্রেকিং নিউজ

কেমন থাকবে আজকের আবহাওয়া ?

শীতের পারদ ক্রমশ নিম্নমুখী। তবে এখন সেই অর্থে হাড় কাঁপানো শীতের প্রভাব অনুভূত হয়নি। পশ্চিমী ঝঞ্ঝা আগামী ৫-৭ তারিখ প্রভাব ফেলতে চলেছে ঝাড়খণ্ড এবং সমগ্র দক্ষিণবঙ্গে। এর জেরে চলতি সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে।

গত দু’দিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই স্বাভাবিকের ওপরে তাপমাত্রার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। কবে ফের শীতের দেখা মিলবে দক্ষিণবঙ্গে? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১০ জানুয়ারি থেকে আবারও বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে।

অন্যদিকে এরই মাঝে আবার রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর জানাচ্ছে, একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে। যার জেরে জলীয় বাষ্প ঢুকছে পুবালী হাওয়ার দাপটে। যার কারণে মেঘলা আবহাওয়া রয়েছে। আগামী বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি।

আপাতত ৪-৫ দিন তাপমাত্রা সেভাবে পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার কলকাতায় তাপমাত্রা ফের ১৮ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। যদিও বিরাট কোনও পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের বাকি অংশের পাশাপাশি কলকাতাতেও স্বাভাবিকের ওপরেই থাকবে তাপমাত্রা। তবে আগামী সপ্তাহে পশ্চিমের কোনও কোনও জেলায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যেতে পারে।