কলকাতা সহ দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার আমেজ থাকলেও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। দিনের বেলায় অনেকটাই বাড়ছে তাপমাত্রা। গত কয়েকদিন ধরে মেঘের পরত কাটিয়ে শীত প্রবেশ করলেও হাওয়া বদল হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ।
সকাল থেকে কলকাতার আকাশ রোদ ঝলমলে। আগামী দু-তিন দিনের মধ্যে নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। নভেম্বরের শুরুতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। তবে, নভেম্বরের মাঝামাঝি থেকে জাঁকিয়ে শীত পড়বে। সেইসঙ্গে আগামী কয়েক দিন উপকূল ও সংলগ্ন জেলাগুলির আকাশ থাকবে আংশিক মেঘলা। অন্যদিকে, উত্তরবঙ্গেও তাপমাত্রা অনেকটাই কমেছে।
আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া।হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার আকাশ রোদ ঝলমলে থাকবে। তবে বেলা গড়াতেই তাপমাত্রা কমবে। চলতি সপ্তাহ থেকে ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। আপাতত বঙ্গে আর নতুন করে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে, শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নভেম্বরের মাঝামাঝিতেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে জেলায় জেলায় উত্তুরে হাওয়া প্রবেশ করবে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও বাড়বে। ভ্যাপসা গরম থেকে এখনি মুক্তি পাচ্ছে না বঙ্গবাসী।
পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ রোদ ঝলমলে থাকবে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, বৃহস্পতিবার বিকেলের পর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে জম্মু, কাশ্মীর এবং লাদাখে রয়েছে তুষারপাতের সম্ভাবনা।